Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বড়বাঘা মাজার শরীফ
স্থান

তমালতলা বাজারের পাশ্বে অবস্থিত

কিভাবে যাওয়া যায়

১। নাটোর শহরের তেবাড়িয়া হাইওয়ে রাসত্মা হতে দক্ষিণ দিকে ২২ কিঃমিঃ।

২। বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হতে পশ্চিম দিকে ২৩ কিঃমিঃ।

৩। লালপুর উপজেলার গোপালপুর রেলগেট থেকে দক্ষিণ পশ্চিম দিকে ২০ কিঃমিঃ।

৪। বাঘা উপজেলার আড়ানী বাজার হতে পূর্ব দিকে ১০ কিঃমিঃ।

৫। আব্দুলপুর রেলজংশন হতে উত্তরদিকে ৫ কিঃমিঃ।

যোগাযোগ

0

বিস্তারিত

উপজেলা সদরের ৬ কিঃমিঃ পশ্চিমে নুরপুর মালঞ্চি গ্রামে হযরত শাহ মোকাররম দানেশমান্দ (রঃ) সহতার কয়েকজন আওলিয়ার মাজারশরীফ। উক্ত মাজারের পাশেই  একটি অপেক্ষাকৃত ছোট কবর আছে যার সঙ্গী বাঘের কবর বলে জনশ্রুতি আছে।এই স্থানটিই বড়বাঘা মাজার শরীফ নামেই পরিচিত।