Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

উপজেলা নির্বাহী অফিসারের বার্তা :  বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটুআই প্রকল্পের অধীন  জাতীয়  পোর্টাল ফ্রেমওয়ার্ক   বিনির্মাণে ইউনিয়ন হতে      শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সকল পর্যায়ের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ আন্তরিকভাবে কাজ করছে। ওয়েব পোর্টাল জনগণের কাছে সহজেই তথ্য ও সেবা প্রদানের গেট-ওয়ে হিসাবে ভূমিকা পালন করবে। এ  ছাড়াও  পোর্টাল ফ্রেম ওয়ার্ক আন্ত:দাপ্তরিক তথ্য আদান প্রদান ও প্রয়োজনীয় তথ্য একীভূত করণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।  বাগাতিপাড়া  উপজেলা নাটোর  জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম উপজেলা। এখানে অনেক জ্ঞানী গুনী লোক বাস করেন। এখনও এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী -বেসরকারী সেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাগাতিপাড়া  উপজেলা অগ্রনী ভূমিক পালন                                                                                                 করবে।                                                                                         

সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত বাগাতিপাড়া  গড়াই আমাদের সকলের লক্ষ্য।