নাটোর জেলাধীন বাগাতিপাড়া উপজেলা একটি প্রশিদ্ধ উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত।এ উপজেলা এক সময় ঐতিহ্যমন্ডিত ছিলো। এক সময় বাগাতিিপাড়া মৃতশিল্প, কাসাঁ শিল্পে বিখ্যাত ছিলো । তবে বর্তমানে বাগাতিপাড়ার শাখাঁ শিল্প বেশ সমাদৃত এবং প্রসিদ্ধ। আর বাগাতিপা'ড়ার ঐতিহ্য ছিলো কাঠের চাকা তৈরি । বিভিন্ন এলাকা থেকে তাদের গরু এবং মহিষের গাড়ীর জন্য এখান হতে কাঠের চাকা কেনার জন্য আসতেন এ বাগাতিপাড়া উপজেলায়।
এই উপজেলায় ৫টি ইউনিয়ন ১ নং পাঁকা, ২নং জামনগর, ৩ নং বাগাতিপাড়া, ৪ নং দয়ারামপুর ও ৫ নং ফাগুয়াড়দিয়াড় এবং ১টি পৌরসভা বাগাতিপাড়া।
রাজশাহী বিভাগের অন্তর গত নাটোর জেলার
বাগাতিপাড়া উপজেলার এটিখানার তালিকা নিম্নে দেওয়া হলোঃ
১। কাঁকফো এটিম খানা
২। দয়ারাম্পুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস