নাটোর জেলাধীন বাগাতিপাড়া উপজেলা একটি প্রশিদ্ধ উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত।এ উপজেলা এক সময় ঐতিহ্যমন্ডিত ছিলো। এক সময় বাগাতিিপাড়া মৃতশিল্প, কাসাঁ শিল্পে বিখ্যাত ছিলো । তবে বর্তমানে বাগাতিপাড়ার শাখাঁ শিল্প বেশ সমাদৃত এবং প্রসিদ্ধ। আর বাগাতিপা'ড়ার ঐতিহ্য ছিলো কাঠের চাকা তৈরি । বিভিন্ন এলাকা থেকে তাদের গরু এবং মহিষের গাড়ীর জন্য এখান হতে কাঠের চাকা কেনার জন্য আসতেন এ বাগাতিপাড়া উপজেলায়।
খেজুর ও আখের গুড়, ইক্ষু, আম ও লিচু, কলা, কাঠাল, চাইনা বেলী ফুল,গ্লাডিওলাস ফুল,রজনীগন্ধা, ড্রাগন ফ্রুট,মাল্টা , মুগডাল, ধান, গম,পাট, বিভিন্ন ধরনের শাক সবজি (বেগুন,লালশাক,করল্লা,কাঠুয়া ডাটা, কচু, সীম, পটল,মিষ্টিকুমড়া ইত্যাদি) বাগাতিপড়াা উপজেলায় উৎপাদন ও রপ্তানী হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস