Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধূলা ও বিনোদন

প্রাচীনকাল থেকেই বাগাতিপাড়া  উপজেলা জনেগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই। বাগাতিপাড়ায়  বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে  বাগতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ  উল্লেখযোগ্য। প্রতি বছর এ মাঠে নিম্নলিখিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ

(ক)গোল্ডকাপ ফুটবল

(খ) যুব  ফুটবল লীগ

(গ) আন্তঃ উপজেলা  ফুটবল লীগ

এ উপজেলায় অন্যান্য খেলাতেও পারদর্শী, যেমন- হা-ডু-ডু, দাড়িয়াবান্দা, বেটমিন্টন ইত্যাদি।

 

লাঠিখেলাঃ লাঠিখেলা এ উপজেলার একটি ঐতিহ্যবাহী খেলা হিসাবে পরিচিত।

 

 

বিনোদনঃ এ উপজেলার বিনোদনের ভিবিন্ন মাধ্যম রয়েছে। যেমন- যাত্রাপালা, নাট্যমঞ্চ। এ উপজেলায় সৈনিক ক্লাবে একটি সিনেমা হল রয়েছে। এছাড়াও এখানে ভিবিন্ন মেলা বসে।