নাটোর জেলাধীন বাগাতিপাড়া উপজেলা একটি প্রশিদ্ধ উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত। এ উপজেলা এক সময় ঐতিহ্যমন্ডিত ছিলো। এক সময় বাগাতিিপাড়া মৃতশিল্প, কাসাঁ শিল্পে বিখ্যাত ছিলো । তবে বর্তমানে বাগাতিপাড়ার শাখাঁ শিল্প বেশ সমাদৃত এবং প্রসিদ্ধ। আর বাগাতিপা'ড়ার ঐতিহ্য ছিলো কাঠের চাকা তৈরি । বিভিন্ন এলাকা থেকে তাদের গরু এবং মহিষের গাড়ীর জন্য এখান হতে কাঠের চাকা কেনার জন্য আসতেন এ বাগাতিপাড়া উপজেলায়।
বাগাতিপাড়া উপজেলায় পাঁকা ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে এবং জামনগর ইউনিয়নের জামনগর বাজারে গ্রন্থাগার রয়েছে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গ্রন্থাগার রয়েছে।